বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ-এর 'রেহানা মরিয়ম নূর' প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এবং একমাত্র দক্ষিণ এশীয় চলচ্চিত্র হিসেবে গত ৭ জুলাই ৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা শাখায় প্রদর্শিত হয়।
প্রিমিয়ারে ছবিটি দেখে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পরলেও চলচ্চিত্রটি কোনও শাখায়ই পুরস্কার অর্জনে ব্যর্থ হয়েছে। আর তাই শেষ পর্যন্ত খালি হাতেই কান থেকে ফিরতে হচ্ছে এই চলচ্চিত্রের কলাকুশলিদের।
শুক্রবার (১৬ জুলাই) এবারের 'আঁ সার্তে রিগা' শাখার পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এই শাখায় ৬টি টাইটেলে পুরস্কার দেয়া হয়। টাইটেলগুলো হলো- সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা পারফরমেন্স, জুরি প্রাইজ, স্পেশাল জুরি প্রাইজ ও ক্যু দে কোয়্যার পুরস্কার। ডেবুসি থিয়েটারে গতকাল এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
'রেহানা মরিয়ম নূর'-এর কাহিনী আবর্তিত হয়েছে একজন মেডিকেল কলেজ শিক্ষক, রেহানাকে নিয়ে; যিনি কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় একটি অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী হন। সকল স্রোতের বিপরীতে গিয়ে তিনি প্রচলিত প্রথার বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন।
চলচ্চিত্রে বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন, কাজী সামি হাসান, তুহিন তাজিমুল ও অন্যান্যরা।
কান চলচ্চিত্র উৎসবের 'আঁ সার্তে রিগা' ২০২১ বিজয়ীরা হলেন-
স্পেশাল মেনশন
'নচে দে ফুয়েগো' (প্রেয়ারস ফর দ্য স্টোলেন), তাতিয়ানা হুয়েজো
প্রাইজ অফ অরিজিনালিটি
'ল্যাম্ব', ভ্লাদিমির জোহানসন
প্রাইজ অফ কারেজ
'লা সিভিল', টেওডরা আনা মিহাই
এনসেম্বল প্রাইজ
'বন মেয়ার', হাফসিয়া হারজি
জুরি প্রাইজ
'গ্রেট ফ্রিডম', সেবাস্তিয়ান মেইজ
গ্র্যান্ড প্রাইজ
'আনক্লেঞ্চিং দ্য ফিস্টস', কিরা কোভালেংকো