ভক্তদের অধীর আগ্রহের পালা শেষ। অবশেষে গাইবান্ধায় দর্শক মাতালেন নগর বাউল। শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে রবিবার বিকেল ৫টায় কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে গান পরিবেশন করেছেন তুমুল জনপ্রিয় শিল্পী জেমস।
লাইভ কনসার্টের মাধ্যমে আয়ের পুরো অর্থই বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার কল্যাণে ব্যয় করার প্রত্যয়ে গাইবান্ধায় অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট। সেখানে গাইতে মঞ্চে উঠেছেন সুপার রকস্টার জেমস।
অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেছেন জেমস ও তার ব্যান্ড দল নগরবাউল। এছাড়া অন্যান্য সংগীতশিল্পী ও অভিনয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মাতিয়ে তুলেছে অনুষ্ঠানটি।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা’র (পুসাগ) আয়োজনে কনসার্টে গেয়েছেন তিনি।
পুসাগ পরিবার জানিয়েছে, ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার ২০২২’ নামে তারা আয়োজনটি করতে যাচ্ছে। অনুষ্ঠানে গান গাইবেন ফারুক মাহফুজ আনাম জেমস ও তার ব্যান্ড নগরবাউলের সদস্যরা। এ ছাড়া আরও কয়েকজন সংগীতশিল্পী ও অভিনয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা থাকছে অনুষ্ঠানটিতে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠনের সভাপতি হুসাইন মোহাম্মদ জীম জানান, গাইবান্ধা জেলার এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে ২০২০ সালের ৮ আগস্ট দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে পড়ুয়া জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠে পুসাগ।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে মানবিক ও সামাজিক কাজ পরিচালনা করে আসছে পুসাগ। এই পরিবারের শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের উদ্দেশ্যে আমরা লাইভ কনসাটটি করার উদ্যাগ নিয়েছি।