ঢালিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ৪৯ তম জন্মদিন আজ। ১৯৭২ সালের ২৫ মার্চ কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন তিনি। তার পিতার নাম আলী আকবর এবং মা রোকেয়া আকবর।। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ব্যক্তিগত জীবনে তিনি সালমা আসিফ মিতুকে বিবাহ করেন। তাদের ঘরে রণ ও রুদ্র নামে দুই সন্তান রয়েছে।
২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম 'ও প্রিয়া তুমি কোথায়' এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। অ্যালবামের সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আসিফ আকবরকে। তার অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে। তার অনেক গান মানুষের মুখে মুখে। গায়কের সাথে তিনি নায়কও। ২০১৯ সালে 'গহীনের গান' চলচ্চিত্রের মাধ্যমে আসিফ এখন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে গান গেয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আসিফ। তার ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং-এ পরিণত হয়েছে। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক, সেখানে বাংলাদেশিরা থাকলে আসিফের এ গানটি বাজাতে শোনা যায়।ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি অর্জন করেছেন আসিফ। তার মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ শিল্পী হিসেবে দুবার জাতীয় চলচিত্র পুরস্কার ও ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। এখনো নিয়মিত গান প্রকাশ করে চলেছেন আসিফ।