জামিন পাননি শাহরুখপুত্র, লড়বেন মুম্বাই হাইকোর্টে

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০১:১৬ এএম

জামিন পাননি শাহরুখপুত্র, লড়বেন মুম্বাই হাইকোর্টে

বলিউড সিনেমার সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় গ্রেপ্তারের প্রায় ১৮দিন পর বুধবার (২০ অক্টোবর )জামিন পাওয়ার সম্ভাবনা তৈরী হলেও শেষ পর্যন্ত আবেদন নাকচ করেছেন আদালত। তাই  জেলেই থাকতে হচ্ছে বলিউড বাদশা শাহরুখপুত্রকে। তবে জামিনের জন্য আর নিম্ন আদালত নয়, মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে তার আইনজীবী জানিয়েছেন।

ভারতীয়  গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারের  খবরে বলা হয়, বুধবার (২০ অক্টোবর) মুম্বইয়ের এক বিশেষ আদালত আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দেন । নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন আরিয়ান খান। ২৩ বছরের তারকা-সন্তানের সঙ্গে অন্য দুই অভিযুক্ত মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্টের জামিনের আবেদনও খারিজ হয়েছে। 

জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আদালতকে থেকে বেরিয়ে এসে আরিয়ান খানের আইনজীবী অমিত দেশাই বলেন,  নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টে আবেদন জানানো হবে। অমিত দেশাই বলেন, “কোন যুক্তিতে আরিয়ান আজ জামিন পেলেন না, সে কথা আমাদের জানানো হয়নি।”

দু-দফা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) হেফাজতে থাকবার পর গত ৭ অক্টোবর আরিয়ান খানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকে আর্থার রোড জেলে কষ্টে দিন কাটে আরিয়ানের।

এনসিবি হেফাজত থেকে মুম্বাইয়ের আদালত শাহরুখপুত্র আরিয়ান খানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। তারপরই আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন আইনজীবী।

এরপর কয়েক দফায় জামিন আবেদন নাকচ করা হয়। তবে ১১ ও ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের সম্ভাবনা তৈরী হলেও এনসিবির আবেদনের কারণে তা সম্ভব হয়নি। আদালতের নির্দেশে মামলার শুনানি পিছিয়ে শেষ পর্যন্ত ২০ অক্টোবর করা হয়। তবে সবাই ধরেই নিয়েছিলেন, বুধবার জামিন মিলবে আরিয়ানের। আশাবাদী ছিলেন আরিয়ানের আইনজীবীরাও। তবে এদির জামিন পেলেন না।

প্রমাণ মিলেছে মাদকের

বুধবার (২০ অক্টোবর) শুনানিতে আরিয়ানের বিরুদ্ধে নতুন অভিযোগ উত্থাপন করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তিনি নাকি বলিউডের এক উঠতি মডেলের সঙ্গে মাদক নিয়ে চ্যাটিং করেছেন। সেই কথোপকথনের নথি আদালতে জমা দিয়েছে এনসিবি।

আনন্দবাজারের খবরে বলা হয়, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দাবি মুম্বাইয়ে প্রমোদতরীর ওই পার্টিতে যোগ দেওয়ার আগে উঠতি বলিউড অভিনেত্রীর সাথে শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক বিষয়ে আলোচনা করেছিলেন। বুধবার জামিনের শুনানির আগে আদালতের হাতে সেই তথ্য তুলে দেন এনসিবি।

এনসিবি আরও জানায়, মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীতে এনসিবির কর্মকর্তারা তল্লাশি শুরু করার কিছু আগেই আরিয়ান বলিউড অভিনেত্রীর সাথে মাদক বিষয়ে কথা বলেছেন। তার হোয়াটসঅ্যাপ থেকে সে তথ্য পাওয়া গেছে বলে এনসিবি’র দাবি। আরিয়ানের বিরুদ্ধে এ সংক্রান্ত নথি আদালতে জমা দেয়া হয়েছে বলেও জানায় এনসিবি।

প্রসঙ্গত, চলতি মাসের গত ২ অক্টোবর আরব সাগরে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে নিষিদ্ধ মাদকসহ আটক করা হয় শাহরুখ পুত্র সহ তার ৮ সঙ্গীকে। আটকের ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয়।

Link copied!