নায়িকা থেকে গায়িকা, কোটির ঘরে নুসরাত ফারিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২১, ০৪:২১ পিএম

নায়িকা থেকে গায়িকা, কোটির ঘরে নুসরাত ফারিয়া

কোটির ঘরে নুসরাত ফারিয়ার ‘আমি চাই থাকতে’ গানটি। নায়িকা হিসেবে তিনি পরিচিত ঢালিউড এবং টলিউডে। তার অভিনয় সবার কাছে প্রশংসনীয়। ২০১৯ সালে সেরা উপস্থাপক হিসেবেও পরিচিত পেয়েছেন এক তারকামেলার অনুষ্ঠানে উপস্থাপনা দিয়ে। কিন্তু এসবের সাথে গায়িকাও তিনি। গান গেয়েছেন মাত্র দুটি, কিন্তু সাড়া পেয়েছে অনেক বেশি। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে অনেক আলোচনা সমালোচনার পড়েন তিনি। এরপরই ২০২০ সালে প্রকাশ হয় ‘আমি চাই থাকতে’ গানটি। গানে তার সাথে ছিলো কলকাতার মাস্টার ডি।

কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর অফিসিয়াল (এসভিএফ) নামক ইউটিউব চ্যানেলে গত (১৩ অক্টোবর) মধ্যরাতে প্রকাশের পর এখনও বুস্ট কিংবা কোন প্রমোশন ছাড়াই জনপ্রিয়তা পেয়েছে। সেই গান ভিউয়ের দিক থেকে এখন কোটির ঘরে। অন্যান্য গানের তুলনায় এই গানের কনসেপ্ট ভিন্ন হওয়ায় অনেক নেটিজেনরা হলিউডের গানের সাথে তুলনা করেছে। গানটির কোরিওগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও প্রশংসা করেছেন সমালোচকরা। এছাড়াও জনপ্রিয় নৃত্যপরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।

বর্তমানে ‘বঙ্গবন্ধু’ ছবির জন্য কাজ করছেন তিনি। এছাড়া কলকাতার দুটি ছবি ভয় এবং বিবাহ অভিযান ২’-এ কাজ করেছেন। এরসাথে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। ছবিতে তার সাথে দেখা যাবে সিয়াম আহমেদ, রিয়াজ, রোশানসহ আরও প্রমুখ। পাশাপাশি নুর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ নামের নতুন একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।  

Link copied!