পরীমনির শক্তির উৎস যে চিঠি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২১, ০১:৪০ এএম

পরীমনির শক্তির উৎস যে চিঠি

আদালতে পরীমনিকে দেখতে গিয়েছিলেন তার নানা শামসুল হক গাজী। প্রথমদিন পরীর দেখা না পেলেও পরে কথা বলার সুযোগ পান পরীমনির সঙ্গে। পরীকে চিঠি পাঠিয়েছিলেন তার নানা শামসুল হক। সে চিঠি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। ক্যাপশনে লিখেছেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প। এখানেই......।’ পরীকে দেওয়া চিঠিতে নানা লিখেছিলেন, ‘নানু, আমি ভালো আছি। কোনো চিন্তা করবানা। তোমার সাথে শিগগিরই দেখা দিব।’
বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হয়ে মুক্ত হয়েছেন তিনি। কারাফটকে পরীমনিকে বহন করা গাড়িটি আসার সঙ্গে সঙ্গে ঘিরে ধরে উৎসুক জনতা।
পরে গাড়ির সানরুফ খুলে দাঁড়িয়ে পড়েন পরীমনি। উৎসুক জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা গেছে তাকে। এ সময় হাত মেলানো এবং সেলফিও তুলেছেন পরীমনি। তার চোখে ছিল উচ্ছ্বাস, মুখে সেই চিরচেনা হাসি।
পরীমনির ডান হাতে মেহেদি দিয়ে লেখা ছিল, ‘ডোন্ট লাভ মি বিচ’। শয়তানদের দূরে থাকার কথা বলছেন পরীমনি! কারাগার থেকে বেরিয়ে এমন বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন ঢালিউডের এ নায়িকা।
এর আগে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে পরীমনিকে হস্তান্তর করেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ। সকাল ৯টা ৩৭ মিনিটের দিকে কারাগার থেকে বের হন এ নায়িকা। এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন।

Link copied!