বুসান ইন্টারন্য়াশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কিম জি সুক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’। সোমবার (৬ সেপ্টেম্বর) উৎসবটির আয়োজক কমিটির ওয়েবসাইটে এ ঘোষণা এসেছে। বিভিন্ন দেশের সাতটি সিনেমা এই চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। সেখানে রয়েছে বাংলাদেশের প্রতিভাবান নির্মাতা ফারুকীর এই সিনেমাটি। এই ফেস্টিভ্যালটি আগামী ছয় অক্টোবর থেকে পনের অক্টোবর অবধি চলবে।
সংগীত পরিচালক এ আর রহমান
নো ল্যান্ডস ম্যান এ সংগীত পরিচালক হিসেবে থাকছেন এ আর রহমান। পাশাপাশি তিনি এ সিনেমার সহ প্রযোজক। সিনেমাটিতে অভিনয়শিল্পী হিসেবে আছেন নওয়াজউদ্দীন সিদ্দিকী, তাহসান খান, অস্ট্রেলিয়ার অভিনেতা মেগান মিশেল। ২০১২ সালেও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।
ছবিটি নির্মিত হচ্ছে তিন ভাষায়
চলচ্চিত্রটি মূলত ইংরেজি ভাষায় নির্মিত হলেও এটার বাংলা ও হিন্দি সংস্করণ থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। এই চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ায় শ্যুটিং হয়েছে।