নিশিতা বড়ুয়া ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান' তোমাকেই খুঁজছে বাংলাদেশ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীত অঙ্গনে আসেন। তিনি দেশের তরুণ প্রজন্মের একজন খুব জনপ্রিয় সংগীতশিল্পী। ‘রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে’ গানটির মাধ্যমে ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের প্রিয়মুখ হয়ে উঠেছিলেন এই তরুণ শিল্পী। তার আলাদা স্পর্শের সুরটি খুব সহজেই সব শ্রেণীর শ্রোতা হৃদয় জয় করে নিয়েছেন। ২০০৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আমায় নিয়ে চলো’। চলচ্চিত্র ছাড়াও বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। সেই সঙ্গীত শিল্পী বিয়ে করছেন কাল বুধবার।
নিশিতার বরের নাম দীপংকর বড়ুয়া। বর্তমানে ব্যাংকে কাজ করেছেন তিনি। নিশিতা-দীপংকরের চার বছর ধরে প্রেমের সম্পর্ক। সেই প্রেম এবার পরিণয়ের রুপ পেলো। তবে প্রেমের সম্পর্ক থাকলেও নিশিতা জানান, ‘'আমাদের সম্পর্কের চার বছর হলেও দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের আয়োজন করা। আমাদের দু'জনের বাড়িই চট্টগ্রামে। তবে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে ঢাকাতেই। বিয়ের পর চট্টগ্রামে যাবো। করোনার কারণে সীমিত আকারেই আয়োজন করা হচ্ছে।’ নিশিতা-দীপংকর গত বছরই বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি।
গতকাল সোমবার গায়ে হলুদ হয়ে গেছে কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়ার। মেরুল বাড্ডায় একটি রেস্তোরাঁয় তার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। নিশিতা বলেন, 'জীবনের নতুন এক অধ্যায়ের মধ্যে প্রবেশ করছি। সবাই দোয়া করবেন। যেনো বাকী জীবন সুখী ও সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি।'