বুধবারও জামিন মেলেনি আরিয়ান খানের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ০১:১৮ এএম

বুধবারও জামিন মেলেনি আরিয়ান খানের

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া  আরিয়ান খান বুধবারও জামিন পাননি।  বুধবার (২৭ অক্টোবর) মুম্বাই হাইকোর্টে দ্বিতীয় দিনের মতো আদলতে জামিন শুনানি কার্যক্রম শেষ করে আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত মামলার শুনানি স্থগিত করেছেন বিচারপতি নীতিন সাম্বরে। খবর: টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের। 

এর আগে, বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে শুরু হয় আরিয়ানের জামিনের আবেদনের শুনানি। ডিফেন্স চুক্তি উপস্থাপন করতে গিয়ে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় পার করে ফেলেন। এরপরই বুধবারের কার্যক্রম শেষ করে আগামীকাল পর্যন্ত আরিয়ানের মামলার শুনানি স্থগিত করে দেন বিচারপতি নীতিন সাম্বরে।  

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর তৃতীয় দফায় এই মামলা শুনানির সময় নির্ধারণ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আগামি দু-দিনের মধ্যে আরিয়ান খানের জামিন আবেদন নিয়ে বিচারপতি নীতিন সাম্বরে রায় না দেন তবে ১৫ নভেম্বর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হতে পারে আরিয়ান খানকে!

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, শনিবার ও রবিবার সপ্তাহান্তের জেরে বন্ধ থাকবে কোর্ট। আর আগামী সপ্তাহে দিওয়ালির ছুটি শুরু হচ্ছে হাই কোর্টে। মহারাষ্ট্রের কোর্টের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে ১লা নভেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত, তেমনই খবর। এরপর ১৩ ও ১৪ই নভেম্বর ফের শনিবার ও রবিবার। তাই পুনরায় কোর্টের কার্যক্রম শুরু হবে সেই ১৫ই নভেম্বর (সোমবার) থেকে। সুতরাং বৃহস্পতিবার এনসিবির তরফে ঠিক কী দলিল আদালতের সামনে রাখবেন এএসজি অনিল সিং সেই দিকে তাকিয়ে সকলে। 

আরিয়ানের হয়ে মুম্বাই হাইকোর্টে লড়ছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। অপরদিকে এনসিবির পক্ষে লড়ছেন এএসজি অনিল সিং।

বুধবার আরিয়ানের আইনজীবী আদালতে বলেন, গ্রেফতারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানাতে বেশকিছু জিনিসের উল্লেখ রয়েছে যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।  

৩ অক্টোবর গ্রেফতার হওয়ার পর গত ২৫ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোডের জেলেই রয়েছেন আরিয়ান খান।

Link copied!