বর্তমান প্রজন্মের আলোচিত এবং পরিচিত কন্ঠশিল্পী তাসনিম আনিকা। আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শ্রোতাদের জন্য গান গাইবেন তিনি। আনিকা নিজেই আয়োজন করেছেন কনসার্টের। তবে সেক্ষেত্রে রয়েছে ভিন্নতা। নিজ বাসার ছাদে অন্যরকমভাবে কনসার্ট করবেন তিনি।
করোনা পরিস্থিতি বিবেচনা করে লকডাউন ঘোষণা দিয়েছেন সরকার। তাই এবছর হচ্ছে না বৈশাখ নিয়ে বড় কোন আয়োজন। সেদিক খেয়াল করে শ্রোতাদের জন্য উপহার হিসেবে ভিন্ন ধারার কনসার্ট আয়োজন করছেন তাসনিম আনিকা। তিনি বলেন, 'আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে আমার নিকেতনের বাসার ছাদে এক কনসার্ট-এর আয়োজন করছি। আর এটি লাইভ প্রিমিয়ার যাবে আমার পেইজ ও ইউটিউব চ্যানেলে। নিজেই সব ডেকোরেশন থেকে শুরু করে ফুল প্রজেক্ট প্ল্যানিং করেছি। নিজে স্ক্রিপ্ট করেছি, প্ল্যানিং সং রেডি করেছি। আমার এই লাইভ অডিও প্রোডাকশনে হেল্প করছে রফিকুল ইসলাম ফরহাদ এবং ভিডিও প্রোডাকশনে ইশতিয়াক এমিল। খুব লিমিটেশনের মধ্য দিয়ে কনসার্টটি আয়োজন করছি। আশা করি, লকডাউনে ঘরে বসে দেখার মত কিছু একটা হবে, সকলের ভালোলাগবে।'
তরুণ প্রজন্মের মাঝে আনিকার জনপ্রিয়তা অধিক। বালামের সুর-সংগীতায়োজনে তার ‘খোলা আকাশ’ গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আনিকার বেশ কয়েকটি মৌলিক গান। সেগুলোর মধ্যে আছে ‘ইচ্ছেরা’, ‘পারি না’, ‘অভিমান’, ‘পাগলামি’, ‘কাঁটাতার’ (মেজবাহ বাপ্পীর সঙ্গ ডুয়েট), ‘লুকোচুরি প্রেম’ (হৃদয় খানের সঙ্গে গাওয়া নাটকের গান)।