সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৬:৫৭ পিএম
চলতি বছরই বিচ্ছেদ হয়েছে ঢাকাই চলচ্ছিত্রের নায়িকা মাহিয়া মাহির। বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই গুঞ্জন ওঠে মাহির দ্বিতীয় বিয়ের। সব কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে রবিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ছবি দিয়ে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানান দেন মাহি। মাহির দ্বিতীয় বিয়ের পাত্র গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রাকিব।
এদিকে মাহির বিয়ে নিয়ে তার সাবেক স্বামী মাহমুদ পারভেজ অপু গণমাধ্যমকে বলেন, 'অনেক দিন ধরেই মাহির বিয়ের খবরটি শুনছি। আজ (১৩ সেপ্টেম্বর) সকালে মাহির ফেসবুকে ছবি ও পোস্ট দেখে নিশ্চিত হয়েছি। নতুন সংসার শুরু করেছে জেনে খুব ভালো লাগছে। তার জন্য শুভকামনা। আমার চাওয়া, নতুন সংসারে মাহি সবসময় ভালো থাকুক’।
এদিকে মাহির বিয়ের খবর চাউর হতেই সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে ঠিক মধ্যরাতেই কেন বিয়ে করলেন মাহি? মধ্যরাতে বিয়ে করার অবশ্যই বিশেষ একটি কারণ আছে।
আর তা হলো, ১৩ সেপ্টেম্বর (সোমবার) মাহির নতুন বর রাকিব সরকারের জন্মদিন। তাই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই মধ্য রাতে বিয়ের এই আয়োজন। বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই কেক কেটে জন্মদিন উদযাপন করেন নবদম্পতি।