মানবপাচার মামলায় আগাম জামিন পেলেন সংগীতশিল্পী ইভা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২২, ০৫:৩১ পিএম

মানবপাচার মামলায় আগাম জামিন পেলেন সংগীতশিল্পী ইভা

রাজধানীর গুলশান থানায় মানবপাচারের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী ইভা আরমানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ইভা আরমানের আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

ইভা আরমানের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী। এবিএম আলতাফ হোসেন বলেন, সম্প্রতি গুলশান থানায় ইভা আরমানের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়। এ মামলার জামিন আবেদনের ওপর শুনানি হয়।

ইভা রহমান বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতেন। সেই সুবাদেই পরিচয় চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে। দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। পরে ২০২১ সালের ৪ জুন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ইভার। আর ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের সার্টিফিকেট হাতে পান তিনি। এরপর ব্যবসায়ী সোহেল আরমানকে বিয়ে করেন এই গায়িকা। দ্বিতীয় বিয়ের পরই নিজের নামের শেষে ‘রহমান’ পদবি মুছে ফেলেন। রহমানের পরিবর্তে নতুন যোগ হয়েছে ‘আরমান’ পদবি।

Link copied!