সেপ্টেম্বর ৩, ২০২১, ০৩:৫৭ পিএম
সম্প্রতি মুক্তি পেয়েছে মার্ভেল সিরিজের নতুন সিনেমা ‘শ্যাং চি অ্যান্ড দ্য লিজেন্ড অফ দ্য টেন রিংস’। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেয়েছে গেল আগষ্টে।
চলুন দেখে নেয়া যাক আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে সিনেমাটি মুক্তির পরঃ
হলিউড রিপোর্টার তাদের এক প্রতিবেদনে সিনেমাটি সম্পর্কে বলেন, সুপার হিরো ফিল্মের ধরন সাধারণত যেমন হয় তেমন ছিল না শ্যাং চি। বরং এখানে একজন সন্তান কীভাবে নিজস্ব দৃষ্টিভঙ্গির সাথে অভিভাবকদের মূল্যবোধ এবং মতবাদের সাথে খাপ খাওয়ায় সেটির উপর প্রাধান্য দেয়া হয়েছে।
এম্পায়ার ম্যাগাজিন তাদের এক প্রতিবেদনে বলেছে, সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো দুর্দান্ত। আর কোরিওগ্রাফি এযাবতকালে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে যতো সিনেমা হয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে।
অন্যদিকে নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এশিয়ান সংস্কৃতির বিভিন্ন দিক এই সিনেমাতে নির্মাতা সুক্ষভাবে ফুটিয়ে তুলেছেন। যা কিনা মার্ভেল সিরিজের সিনেমার ক্ষেত্রে প্রথমবারের মতো ঘটেছে।
সি-নেট তাদের প্রতিবেদনে সিনেমাটির অভিনয়শিল্পীদের সম্পর্কে বলেন, শ্যাং চি চরিত্রটির বহুমুখীতা নাকি অভিনেতা সিমু লিউকে কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছে। তবে লিয়ুং একজন অপারেজয় অভিনেতা। একোয়াফিনা ও নিজ চরিত্রের জন্য ছিলেন বেশ মানানসই।