মুক্তির পরই ৮৪ দেশের সংগীত বাজারে শীর্ষে জে-হোপের ‘মোর’ গান

বিনোদন ডেস্ক

জুলাই ৫, ২০২২, ০৯:৫৩ পিএম

মুক্তির পরই ৮৪ দেশের সংগীত বাজারে শীর্ষে জে-হোপের ‘মোর’ গান

সাত সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস‘র অন্যতম প্রধান নৃত্যশিল্পী ও র‌্যাপার জে-হোপের (জং হোসোক) আরও একটি অভাবনীয় সফল অধ্যায় শুরু হয়েছে। খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে তার একক অ্যালবাম 'জ্যাক ইন দ্য বক্স'। তবে তার আগেই গত শুক্রবার (১ জুলাই) ওই অ্যালবামের 'মোর' গানটি মুক্তি দেন জে-হোপ। আর মুক্তির পরপরই সারা বিশ্বের মিউজিক চার্টে জায়গা করে নিয়েছে।

ভারতের অনলাইন এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট পিঙ্কভিলা বলছে, জে-হোপের 'মোর' গানটি যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ফ্রান্স এবং ডেনমার্কের মতো কয়েকটি বড় সংগীত বাজারসহ বিশ্বব্যাপী ৮৪টি দেশে প্রথম স্থান দখল করেছে। শুধু তাই নয়, গানটি মুক্তির একাধিক দেশে ঘণ্টার পর ঘণ্টা ধরে ট্রেন্ডিং ছিল এবং মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ১৭ মিলিয়নেরও বেশি মন্তব্য পেয়েছে।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, জে-হোপের 'মোর' গানটি মাত্র ১০ ঘণ্টার মধ্যে ১০ মিলিয়ন বার দেখা হয়েছে। এটি আবারও প্রমাণ করল বিটিএস আর্মিরা বিটিএসকে কতটা ভালোবাসেন। ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম ওয়েভার্সে একটি দীর্ঘ পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন জে-হোপ। আগামী ১৫ জুলাই মুক্তি পাবে দক্ষিণ কোরিয়ান র‍্যাপার, সংগীত-রচয়িতা এবং নৃত্যশিল্পী জে-হোপের 'জ্যাক ইন দ্য বক্স।

প্রসঙ্গত, বিটিএস হলো ৭ সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড। এই সাত সদস্যের ব্যান্ড বিগহিট মিউজিক এর অধীনে ২০১০ সালে ট্রেইনি হিসেবে এবং ২০১৩ সালে ২ কুল ৪ স্কুল অ্যালবাম নিয়ে পুরো বিশ্বের সামনে নিজেদের আত্মপ্রকাশ করে।

নিজেদের আত্মপ্রকাশের পর ২০১৪ সালে প্রকাশ করে তাদের প্রথম কোরিয়ান স্টুডিও অ্যালবাম ডার্ক এন্ড ওয়াইল্ড এবং জাপানিজ স্টুডিও অ্যালবাম ওয়েক আপ। তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম উইংস (২০১৬), ব্যান্ডের প্রথম অ্যালবাম যার ১ মিলিয়ন কপি বিক্রি হয়েছে কোরিয়ায়। ২০১৭ সালে পুরো বিশ্বের সংঙ্গীত জগতে নিজেদের স্থান করে নেয় তারা। 

লাভ ইয়োরসেল্ফ: হার (২০১৭) আলব্যামটি  বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। তারা প্রথম কোরিয়ান গ্রুপ রেকর্ডিং ইন্ডাস্ট্রি এসোসিয়েশন অফ আমেরিকা থেকে সার্টিফিকেট গ্রহণ করে "মাইক ড্রপ" গানটির জন্য এবং লাভ ইয়োরসেল্ফ: টিয়ার (২০১৮) অ্যালবাম বিলবোর্ড ২০০ চার্টে প্রথম হয়।

Link copied!