লাইফ সাপোর্টে সংগীতশিল্পী ফরিদ আহমেদ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৪:১১ পিএম

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী ফরিদ আহমেদ

বাংলাদেশের অতি পরিচিত সুরকার এবং সংগীত পরিচালক ফরিদ আহমেদ। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১১ এপ্রিল রাত ১২টার দিকে তাকে। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার। অতঃপর আজ ভোর ৪টার দিকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয় ফরিদ আহমেদকে।

গত মার্চ মাসের শেষের সপ্তাহে স্ত্রীসহ করোনা পজিটিভ রিপোর্ট পান ফরিদ আহমেদ। অবস্থার অবনতি হলে ২৫ মার্চ রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এই সংগীত পরিচালককে। তার স্ত্রী শিউলি আক্তারের অবস্থা ভালো হলেও ফরিদ আহমেদের তেমন কোনো উন্নতি হয়নি।

শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ফরিদ আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদ আহমেদের সহকর্মী গীতিকবি ফরিদা ফারহানা। তিনি বলেন, ‘এত দ্রুত এতোটা অবনতি ঘটবে স্যারের, আমরা ধারণাও করতে পারিনি। ভোর ৪টার দিকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।’ ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর চিকিৎসকদের মতামত জানা যাবে বলে তিনি জানিয়েছেন। গীতিকবি ফরিদা ফারহানা আরও জানান, স্যারকে ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ভাবি খুবই ভেঙে পড়েছেন। সবার কাছে দোয়া চাই স্যারের জন্য। একমাত্র সৃষ্টিকর্তাই পারেন স্যারকে বাঁচাতে।

প্রসঙ্গত, ‘স্পন্দন’-এর মধ্য দিয়ে ফিরোজ সাইয়ের হাত ধরে সংগীতের সাথে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেন ফরিদ আহমেদ। প্রথমে ব্যান্ডের সাথে গিটার বাজালেও পরে সংগীত পরিচালনা শুরু করেন তিনি। ২০১৭ সাথে ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

Link copied!