জায়েদ-নিপুন ইস্যুতে চেম্বার আদালতের আদেশ অনুসরণের নির্দেশ

বিনোদন ডেস্ক

মার্চ ১৪, ২০২২, ০৮:০৩ পিএম

জায়েদ-নিপুন ইস্যুতে চেম্বার আদালতের আদেশ অনুসরণের নির্দেশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চেম্বার আদালতের আদেশ কঠোরভাবে (স্ট্রিক্টলি) অনুসরণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর আগে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ এবং স্থিতাবস্থা জারি করেছিল চেম্বার আদালত।

নিপুণ আক্তারের বিরুদ্ধে জায়েদ খানের করা আদালত অবমাননার অভিযোগের ওপর আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৪ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর জায়েদ খানের আইনজীবী আহসানুল করীম বলেন, চেম্বার জজ যে আদেশ (স্থিতাবস্থা) দিয়েছেন, সেটি স্ট্রিক্টলি (কঠোরভাবে) ফলো করতে বলেছেন সর্বোচ্চ আদালত। ওই স্থিতাবস্থার আগে জায়েদ খান অফিসে বসেছিলেন এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

Link copied!