শুভ জন্মদিন কনা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২১, ১১:০৪ এএম

শুভ জন্মদিন কনা

বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বর্তমানে তাকে মিউজিক কুইন বলা হয়। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। প্লেব্যাক, অ্যালবাম দুজায়গাতেই অসংখ্য গান গেয়েছেন এই গায়িকা। দীর্ঘ সময় ধরে সংগীত ভুবনে রাজত্ব করছেন তিনি। আজ ১৫ এপ্রিল তার ৪০তম জন্মদিন।

১৯৮১ সালে এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বাবা-মা, এক ভাই এবং এক বোন নিয়ে তার পরিবার। তিনি মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালমাটিয়া কলেজ থেকে পড়াশোনা করেছেন। মাত্র চার বছর বয়সেই গানের সঙ্গে পরিচিতি ঘটে তার। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বেগানটি শেখার মধ্য দিয়েই কনার গানের ভুবনে পা রাখা। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ শিল্পী দ্বিতীয় স্থান অর্জন করেন, আর তাও মাত্র পাঁচ বছর বয়সে।

গায়িকা কনা তার সঙ্গীত জীবন শুরু করেন ২০০০ সালে তার প্রথম অ্যালবাম 'জ্যামিতিক ভালবাসা', যা বের হয় ২০০৬ সালে।  তার দ্বিতীয় একক এলবাম ফুয়াদ ফিচারিং কনা বের হয় ২০০৮ সালে কনানামে। এরপর থেকে তাকে আর কখনও পিছে ফিরে তাকাতে হয়নি। তার কন্ঠের প্রত্যেকটি গান হিট হয়েছে। সলো অ্যালবাম, টিভিলাইভ, স্টেজ শোর পাশাপাশি কনা বিজ্ঞাপনের জিঙ্গেল নিয়েও সমান ব্যস্ত। এ যাবৎ প্রায় ৫০০ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন কনা।

বর্তমানে তিনি বেশিরভাগ ডুয়েট গান করেন কন্ঠশিল্পী ইমরানের সাথে। জনপ্রিয় প্রায় অনেক তারকাদের সিনেমায় গান গেয়েছেন তিনি। সেই তালিকায় সর্বোচ্চ হিট গান হচ্ছে ‘দিল দিল’। ঢালিউড কিং শাকিব এবং শবনম বুবলী অভিনীত বসগিরি সিনেমায় গায়ক ইমরানের সাথে গান গেয়েছিলেন তিনি। এছাড়াও গত বছর ‘তুই কি আমার হবি’ শিরোনামে একটি গান গেয়েছেন। যা শ্রোতাদের অনেক বেশি পছন্দ হয়েছে। তিনি জি-সিরিজের জন্যও গান গেয়েছেন। তার গানের জনপ্রিয়তার জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে তিনি মেরিল-প্রথম আলো পুরুস্কার পেয়েছেন।   

Link copied!