শ্রোতার মন কেড়েছে ‘বলো জয় বঙ্গবন্ধু’

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২১, ১২:৩৮ এএম

শ্রোতার মন কেড়েছে ‘বলো জয় বঙ্গবন্ধু’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে ১০ দিনব্যাপী ‘মুজিব চিরন্তন’ উৎসব উদযাপিত হয়েছে। সেই উৎসবের শেষ দিন ছিল ২৬ শে মার্চ। বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে দিনটি। তবে চমক ছিল অনুষ্ঠানের শেষে। মঞ্চে বেজে উঠে এ আর রহমানের কন্ঠের গান। বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দিতে গান গেয়েছেন অস্কার প্রাপ্ত বলিউডের সেরা গায়ক এ আর রহমান।

‘মুজিব চিরন্তন’ উৎসবের শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে হিন্দিতে বঙ্গবন্ধুকে নিয়ে গানের বিষয়টি সকলের কাছে জানা ছিল না। তাই হঠাৎ গানটি শুনে চমকে গিয়েছিল সবাই। সেই গান ‘বলো জয় বঙ্গবন্ধু’ এখন সবার মুখে মুখে। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে রচিত গানটি সূর ও কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান। বিশ্বব্যাপী সমাদৃত এই সংগীতশিল্পী অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকেই গাওয়ার কথা ছিল গানটি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এ আর রহমান। 

গানের সুর এবং কথা শ্রোতাদের কাছে বেশ পছন্দ হয়েছে। গানটি লিখেছেন গীতিকার জুলফিকার রাসেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। গানটি যখন বেজে উঠেছিল তখন দুই দেশেরই রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিল। গানটি বেশ উপভোগ করেছেন দুই রাষ্ট্রপ্রধান। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন এ আর রহমান এবং জুলফিকার রাসেল।

Link copied!