বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যান্ড দলগুলোর মধ্যে একটি হলো দক্ষিণ কোরিয়ার ‘বিটিএস’। নতুন গান ও মিউজিক ভিডিও দিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছে এই ব্যান্ড দলটি।
কে–পপ ঘরানার মেগাস্টার বিটিএস এই মুহূর্তে আলোচনায় বিশ্বজুড়ে। গত রবিবার রাতে বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে যোগ দিয়েছিল বিটিএস। নাচে-গানে বর্ণিল সেই অনুষ্ঠানে অন্যান্য গানের দলের পরিবেশনা মঞ্চ মাতিয়েছে।
তবে সংগীত পরিবেশনার সময়ে উপস্থাপকের প্রশ্নের জবাবে করোনাভাইরাসকে নিয়ে তামাশা করায় বিটিএস সদস্যদের ঘিরে শুরু হয় সমালোচনা ও নিন্দার ঝড়। জনপ্রিয় ব্যান্ডদলের সদস্যদের করোনা নিয়ে তামাশার বিষয়টি বিভিন্ন মহলের সমালোচনার টেবিলে স্থান পায়। ‘দ্য প্রজেক্ট’ নামে অস্ট্রেলিয়ার একটি টক শো’তে এ নিয়ে নিন্দা জানানো হয়। ওই টক শো’তে অংশ নেওয়া আলোচকরা বলেন, গ্র্যামি অ্যাওয়ার্ডে বিটিএস এর পরিবেশনা চলাকালে করোনাভাইরাস নিয়ে ঠাট্টা করা হয়েছে। আলোচকদের দাবি, করোনাকে উপহাস করে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটি। শুধু তাই নয়, অনুষ্ঠানের একটি ভিডিও সম্পাদনা করে করোনা নিয়ে আরও নেতিবাচকতা ছড়ানো হয়েছে বলে অভিযোগ তাদের।
তবে এই ঘটনার পর ক্ষমা চেয়েছে বিটিএস ব্যান্ড।
এই ভিডিওতে একজন নারী মন্তব্য করেছেন, ‘কে পপের জনপ্রিয়তা বিটিএস নামিয়েছে। করোনার সঙ্গে মানুষের যুদ্ধকেও তারা এখন অবজ্ঞা করে।’
ভিডিওতে দেখা গেছে, উপস্থাপক বিটিএস এর সদস্যকে মঞ্চে জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন? উত্তরে তিনি মুখে হাত দিয়ে কাশির ভান করছেন এবং ব্যাকগ্রাউন্ডে কোভিডের লক্ষণের গ্রাফিক্স ডিজাইন জুড়ে দেয়া হয়েছে।
বিশ্বজুড়ে বিটিএস–উন্মাদনা কেবল বেড়েই চলেছে। ভি, জাংকুক, জিমিন, সাগা, জিন, জে-হোপ ও আরএম—এই সাত তরুণকে নিয়েই বিটিএস।২০২০ সালের ১৪ জুলাই মুক্তি পেয়েছে বিটিএসের সর্বশেষ স্টুডিও অ্যালবাম ‘ম্যাপ অব দ্য সোল: সেভেন-দ্য জার্নি’। মুক্তির কিছুদিনের ভেতরেই বিশ্বসংগীতের রেকর্ড বইয়ে বেশ কয়েকটি লাইন লেখা হয়েছে অ্যালবামটি ঘিরে। অ্যালবামটি মুক্তির ২ ঘণ্টার মধ্যে অ্যালবামের ২১ লাখ কপি বিক্রির রেকর্ড গড়েছে।