দেশে শারদীয় দুর্গোৎসব চলাকালে কুমিল্লার একটি মন্দিরের পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সন্ত্রাসের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম।
মঙ্গলবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সাম্প্রদায়িক ঘটনাগুলোর তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন।
ফেসবুক পেইজে বিদ্যা সিনহা মিম লেখেন, ‘কোন ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না।তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি। আরও একটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে "সংখ্যালঘু" বলে কোন শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই "সংখ্যাগরিষ্ঠ" হোক।’
প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব চলাকালে কুমিল্লার একটি মন্দিরের পূজামণ্ডপে কোরআন শরিফ রাখাকে কেন্দ্র করেন দেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এছাড়া, রংপুরের পীরগঞ্জে এক কিশোর ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে ছবি পোস্ট বা কমেন্ট করেন। বিষয়টি ভাইরাল হলে ধর্ম অবমাননার অভিযোগে রবিবার (১৭ অক্টোবর) বিকেলে ওই কিশোরের বাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই যুবকের বাড়িতে নিরাপত্তা জোরদার করে। কিন্তু ওই যুবকের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বেশ কিছু হিন্দু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয় উত্তেজিত জনতা।