হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী ফরিদ আহমেদ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২১, ০৩:৩৯ পিএম

হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী ফরিদ আহমেদ

বাংলাদেশের অতি পরিচিত সুরকার এবং সংগীত পরিচালক ফরিদ আহমেদ। কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত ২৫ মার্চ রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী শিউলি আক্তার। শিউলি আক্তার আরও বলেছেন, বেশ কিছুদিন ধরে খাবারের স্বাদ-গন্ধ কিছুই পাচ্ছিলেন না ফরিদ আহমেদ। দুইবার কোভিড পরীক্ষা করানোর পরে ফলাফল নেগেটিভ আসে। কিন্তু তৃতীয়বার পরীক্ষা করা হলে ফলাফল পজেটিভ আসলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।

২৫ মার্চ রাতে সংগীতশিল্পী ফরিদ আহমেদকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে এখন পর্যন্ত চিকিৎসা চলছে তার। তবে শারীরিক অবস্থা বেশি ভালো নেই তার। আগের থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। তাই করোনায় আক্রান্ত হয়ে আরও বেশি দূর্বল হয়ে পড়েছেন ফরিদ আহমেদ। এখন পর্যন্ত খাবারের স্বাদ-গন্ধ কিছুই পাচ্ছেন না। চিকিৎসকরা জানিয়েছেন করোনার সংক্রমণে ফুসফুসে ৬০ ভাগ সংক্রমিত হয়েছে। এরসাথে শ্বাসকষ্ট হচ্ছে তার। প্রতিদিন ১৫ লিটারের মতো অক্সিজেন লাগছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদ আহমেদের স্ত্রী শিউলি আক্তার।  

‘স্পন্দন’-এর মধ্য দিয়ে ফিরোজ সাইয়ের হাত ধরে সংগীতের সাথে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেন ফরিদ আহমেদ। প্রথমে ব্যান্ডের সাথে গিটার বাজালেও পরে সংগীত পরিচালনা শুরু করেন তিনি। ২০১৭ সাথে ‘তুমি রবে নীরবে’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

Link copied!