জানুয়ারি ১৩, ২০২৩, ১১:৪৯ এএম
আমেরিকার রকসঙ্গীত তারকা এলভিস প্রেসলির কন্যা গায়িকা লিসা ম্যারি প্রেসলি আর নেই। লস অ্যাঞ্জেলসে বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হন প্রয়াত মাইকেল জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ৫৪ বছর বয়সী এই গায়িকাকে।
লিসার মা প্রিসিলা প্রেসলির কথায়, ‘মিষ্টি মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। বলতে আমার বুক ফেটে যাচ্ছে...কিন্তু লিসা আর নেই।’
কন্যাহারা মা বলেন, লিসার মতো আন্তরিক এবং উদার মানুষ বিরল। সবাইকে আপন করে নিতেন তিনি। সুন্দর মনের মানুষ হয়ে মন জয় করে নিয়েছিলেন সকলের। একই সঙ্গে তিনি ছিলেন অসম্ভব দৃঢ় চরিত্রের নারী। আমরা এই ধাক্কা কাটিয়ে উঠতে পারব কি না জানিনা, সময় চেয়ে নিচ্ছি।
রকতারকা বাবা এলভিস প্রিসলির একমাত্র উত্তরাধিকারী হিসেবে গ্রেসল্যান্ডের প্রাসাদ দেখাশোনা করতেন ১৯৬৮ সালে জন্ম নেয়া লিসা। লিসার ৯ বছর বয়সে গ্রেসল্যান্ডের ওই বাড়িতেই মৃত্যু হয় এলভিসের। তারপর বাবার দেখিয়ে যাওয়া পথ ধরেই এগুতে থাকেন লিসা। ২০০৩ সালে মুক্তি পায় লিসার প্রথম গানের অ্যালবাম ‘টু হুম ইট মে কনসার্ন’। ২০০৫ সালে মুক্তি পায় ‘নাও হোয়াট’। বিলবোর্ড তালিকায় প্রথম দশে জায়গা করে নেয় দুটি অ্যালবামই।
চারবার বিয়ে করা এই গায়িকা ১৯৯৪ সালে প্রথম স্বামীর সঙ্গে ২০ দিনের দাম্পত্যের অবসান ঘটিয়ে মাইকেল জ্যাকসনের সঙ্গে সংসার পেতেছিলেন। ১৯৯৬ সালে মাইকেল যখন শিশুনিগ্রহের ঘটনায় অভিযুক্ত হন, বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এর পর ২০০২ সালে অভিনেতা নিকোলাস কেজকে বিয়ে করেছিলেন লিসা। যদিও ৪ মাসের মধ্যে ভেঙে যায় সংসার। এর পর বিয়ে করেন এক গিটারবাদককে। ২০২১ সালে তাঁর সাথে বিবাহবিচ্ছেদ হয়।
প্রয়াত লিসা ছিলেন চার সন্তানের জননী। তাঁর ৩৩ বছর বয়সী বড় কন্যা অভিনয় করেন। একমাত্র পুত্র ২৭ বছর বয়সে মারা যান। দুই যমজ কন্যার বয়স ১৪ বছর।