১ দিনে জেমসের নতুন গানের ভিউ ছাড়ালো ১১ লাখ

বিনোদন ডেস্ক

মে ৪, ২০২২, ০৩:০৩ এএম

১ দিনে জেমসের নতুন গানের ভিউ ছাড়ালো ১১ লাখ

এবার চাঁদরাতে গান গাইলেন জেমস। দীর্ঘ অপেক্ষার পর ভক্তদের জন্য গান গাইলেন তিনি। ঈদ উপলক্ষে সোমবার নগরবাউলের নতুন গান ‘আই লাভ ইউ’ প্রকাশ পেয়েছে বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে গানটি ব্যাপক সাড়া ফেলেছে। এক যুগ পর প্রকাশিত গানটি জেমসের অনুরাগীদের ঈদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ২৪ ঘণ্টায় গানটির ভিউ হয়েছে প্রায় ১১ লাখ।

 

জেমসের মৌলিক গানটির কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু। সুর ও সংগীতায়োজন জেমস। ভিডিও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার পলক। এর আগে গত ২৮ এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘বসুন্ধরা ডিজিটাল’ ইউটিউব প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি সই হয় তার। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বসুন্ধরা ডিজিটাল এবং দুই বাংলায় জনপ্রিয় রকশিল্পী জেমসের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়। তখন অনুষ্ঠানটিতে উপস্থিত হয়ে জেমস নতুন গানের ঘোষণা দেন।

জেমসের পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ছোট থেকেই হয়তো বাউন্ডুলেপনা পেয়ে বসেছিল তাকে। উত্তরবঙ্গের এই ছেলে নওগাঁর পত্নীতলায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, সেই সূত্রে ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন জেলায় বাবার সাথেই ঘুরে বেড়াতে হতো।

জেমসের মিউজিক জীবন শুরু আশির দশকের একেবারে শুরুতে, চট্টগ্রামে। বাবার চাকরিসূত্রে চট্টগ্রামে চলে যান। কিন্তু বাবা যখন ঢাকা উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ডিরেক্টর জেনারেল হয়ে চলে আসেন। জেমস থেকে যান চট্টগ্রামে। আজিজ বোর্ডিং এর 'বারো বাই বারো'র একটি ছোট্ট রুমে চলে সংগ্রামী জীবন। সামনের একটা রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া আর সন্ধ্যায় চলে যেতেন আগ্রাবাদের হোটেলে।

৮৬ সালে ঢাকায় এসে প্রথম অ্যালবাম 'স্টেশন রোড' প্রকাশ করেন। এরপরই আসিফ ইকবালের লেখা 'অনন্যা' জেমসের প্রথম একক অ্যালবাম। যেটা বের হয় ১৯৮৭ সালে। যার প্রতিটি গানই অসাধরণ। বিশেষ করে 'অনন্যা' কিংবা 'ওই দূর পাহাড়ে' গানগুলো বুকের মাঝে সত্যিই কাঁপন জাগায়।

Link copied!