আরো এক বছর বাংলাদেশের দায়িত্বে হাভিয়ের কাবরেরা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৩, ০৬:০৫ পিএম

আরো এক বছর বাংলাদেশের দায়িত্বে হাভিয়ের কাবরেরা

বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে আরও এক বছর থাকছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। বুধবার ফুটবল ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

৩৭ বছর বয়সী কাবরেরার আগে কোনও জাতীয় দলের কোচ পদে কাজ করার অভিজ্ঞতা নেই। এমনকি কোনও ক্লাব দলের হেড কোচও ছিলেন না! এই অঞ্চলে একসময় শুধু ভারতের আই-লিগের দল স্পোর্টিং দ্য গোয়াতে সহকারী কোচ ছিলেন।

তবে উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের বিভিন্ন ক্লাবের একাডেমি পরিচালনা ও টেকনিক্যাল ডিরেক্টর পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে লা লিগার ক্লাব দেপোর্তিভো আলাভেসের একাডেমি কোচ, লা লিগা স্কুল ও বার্সেলোনা ভার্জিনিয়া স্কুল শাখার একাডেমিসহ এই স্তরের অন্য ক্লাবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

Link copied!