দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। প্রথম ওয়ানডে ম্যাচের দলই রেখে দিয়েছে তারা। তবে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে পরিবর্তন। তিনটি পরিবর্তন করেছে তারা।
কুইন্টন ডি কক ফিরেছেন একাদশে। তাবরেজ শামশি প্রবেশ করেছেন। আর পারনেলও জায়গা পেলেন। বাংলাদেশ কোনো পরিবর্তন করেনি। উইনিং কম্বিনেশন নামাতে চেয়েছে তারা। মার্করাম, জেনসেন ও ফেলকোয়ো বাদ পরেছেন।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে জিতেছিল। ১-০ তে এগিয়ে তারা। আজ জোহানেসবার্গের ওয়ান্ডার্সে ম্যাচ। ব্যাটিং প্যারাডাইস বলা যেতে পারে।
দক্ষিণ আফ্রিকা : ডি কক, মালান , বাভুমা, ভেরেয়েন্নে, ডুসান, মিলার, পারনেল, রাবাদা, মাহারেজ, লুঙ্গি ও শামসি।
বাংলাদেশ : তামিম, লিটন, সাকিব, মুশফিক, ইয়াসির, মাহমুদউল্লাহ, আফিফ, মেহেদী, তাসকিন, শরিফুল ও মোস্তাফিজ।