রবিবার করটোনের মুখোমুখি হয় এসি মিলান। টেবিলের নিচের দিকের দল হলেও খেলার শুরুতে মোটেই দমে যায়নি করটোন। তবে খেলার ৩০ মিনিটের মাথায় জালাতন ইব্রাহিমোভিচের গোলেই যেন পরিবর্তন হয়ে যায় খেলার গতি। আর এই গোলের মাধ্যমেই নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেললেন এই সুইডিশ ফরোয়ার্ড । ক্যারিয়ারে তার নামের পাশে এখন ৫০০ টি ক্লাবগোলের ট্যালি।
ক্লাব ক্যারিয়ারে ইব্রাহিমোভিচের মত ক্যারিয়ার হয়ত গোটা ইউরোপে আর কারো নেই। ইংল্যান্ড,স্পেন ও ইতালিসহ বেশ কয়েকটি দেশের বড় বড় ক্লাবগুলোতে খেলেছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড, আয়াক্স, বার্সেলোনা, এসি মিলান, ইন্টার মিলান,জুভেন্টাস থেকে শুরু করে পিএসজি-তে খেলেছেন তিনি। রবিবারের ম্যাচে ৫০০তম গোলের পর ব্রেসের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যান। আন্তে রেবিক ব্রেসের মাধ্যমে আরো ২ টি গোল যোগ করেন। মিলান ৪-০ তে ম্যাচটিতে জয় লাভ করে লিগ টেবিলে সবার উপরে।