অলিভার জিরু ঝলকে মিলান ডার্বি জিতল এসি মিলান। সিরি-এ লিগে নগর প্রতিদ্বন্দ্বী ও টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানকে ২-১ গোলের হারানোর ম্যাচটিতে দুটি গোলই করেছেন ৩৫ বছর বয়সী জিরু। এই জয়ে মাত্র এক পয়েন্ট দুরে থেকে শিরোপা লড়াইয়ে ইন্টারের উপর গরম নিঃশ্বাস ছাড়তে শুরু করেছে এসি মিলান।
যদিও বর্তমান চ্যাম্পিয়নরা মিলানের থেকে এক ম্যাচ কম খেলেছে। সান সিরোতে কর্ণার থেকে মিডফিল্ডার ইভান পেরিসিচের ভলিতে ৩৯ মিনিটে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ইন্টার। ৭৫ মিনিটে ফ্রান্সের সর্বকারের সর্বোচ্চ গোলদাতা জিরু সমতা ফেরানোর আগ পর্যন্ত সিমোনে ইনজাগির দল সহজভাবে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে রেখেছিল।
চার মিনিট পর ডান পায়ের অসাধারণ দক্ষতায গোলরক্ষক সামির হানডানোভিচকে পরাস্ত করে জিরু মিলানের দুর্দান্ত জয় নিশ্চিত করেন। ৪৬ গোল করে আন্তর্জাতিক জার্সি গায়ে ফ্রান্সকে সর্বোচ্চ গোল উপহার দেয়া জিরু আরো একবার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগালেন।