পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ আফ্রিকাকে দ্রুত ঘায়েলের লক্ষ্যে প্রতিনিয়ত আগ্রাসন দেখাতে হবে আজ ভারতকে। নিঃসন্দেহে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি। কোচ দ্রাবিড়ের ছকে দেওয়া কৌশলে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। তাতে অবশ্য ১৭৪ রানেই অল-আউট হয়েছে দল। তা সত্ত্বেও প্রথম ইনিংসের লিড (১৩০) মিলিয়ে প্রোটিয়াদের সামনে ৩০৫ রানের টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম টিম ইন্ডিয়া।
চতুর্থ ইনিংসের নিরিখে লক্ষ্যটা অত্যন্ত কঠিন। গতকাল চতুর্থ দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৪-৪। এখনও ২১১ রানে এগিয়ে ভারত। আজ ম্যাচের শেষ দিন বৃষ্টি সমস্যা হিসেব দেখা না দিলে বক্সিং ডে টেস্ট জয়ের তৃপ্তিতে বুঁদ হয়েই নিউ ইয়ার সেলিব্রেশনে মাততে পারেন কোহলিরা।
জয়ের জন্য ৩০৫ রানের কঠিন টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। মহম্মদ সামির বলে ১ রানে আউট এইডেন মার্করাম। এরপর ৩৪ রানের মাথায় কিগান পিটারসনকে (১৭) ফেরান মহম্মদ সিরাজ। আর শেষবেলায় জোড়া ধাক্কা দেন যশপ্রীত বুমরাহ। ফন ডার ডুসেন (১১) ও কেশব মহারাজকে (৮) দ্রুত তুলে নিয়ে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন তিনি। তবে ভাঙনের মাঝেও অধিনায়কোচিত দৃঢ়তায় একদিক আগলে রেখেছেন ডিন এলগার। ৫২ রানে ক্রিজে রয়েছেন প্রোটিয়া দলপতি। টিম ইন্ডিয়ার জয়ের পথে তিনিই আপাতত বড় কাঁটা। আর তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে বৃষ্টি।