ফুটবল ফেডারেশনে দুর্নীতি

তদন্ত কমিটি ভারমুক্ত!

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩০, ২০২৩, ০৮:৫৩ পিএম

তদন্ত কমিটি  ভারমুক্ত!

একমাসের কথা থাকলেও প্রায় সাবেক সাধারন সম্পাদক আবু নাঈমকে ফিফার নিষিদ্ধের তদন্ত প্রতিবেদন সাড়ে তিনমাস পর জমা দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তদন্ত কমিটি। 

রোববার দ্বাদশ সভা শেষে কমিটির সাতজন তদন্ত প্রতিবেদন জমা দেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। শেষ সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য ও বাফুফের পাঁচ বারের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। 

বাফুফে কর্তৃক গঠিত তদন্ত কমিটি ছিল ১০ জনের। দুই সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী আগেই পদত্যাগ করেছিলেন। আট সদস্য নিয়ে কমিটি কার্যক্রম হয়েছে। কাল শেষ সভায় অনুপস্থিত ছিলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ও কমিটির সদস্য ইমরুল হাসান। তাঁর অনুপস্থিতিতে সাত জনের সইয়ে প্রতিবেদন জমার কথা বলেন কমিটির আহ্বায়ক কাজী নাবিল আহমেদ। তার কথায়, ‘আমরা যারা উপস্থিত ছিলাম তারাই সই করে বাফুফে সভাপতির কাছে প্রতিবেদন জমা দিয়েছি।’ তিনি যোগ করেন, ‘বল এখন বাফুফের কোর্টে। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বয়ং বাফুফে।’

Link copied!