নিজের নাম ‘বাজপাখি’ সেটা আগেই জানতেন মার্টিনেজ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২৩, ০১:১৭ পিএম

নিজের নাম ‘বাজপাখি’ সেটা আগেই জানতেন মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সংগৃহীত ছবি

বাংলাদেশের ফুটবল ভক্তরা আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজকে নাম দিয়েছে বাজপাখি। আর এই নাম ইন্সটাগ্রাম এ আগেই জেনেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক। একারণে বাজপাখি উপহার দেওয়ার্ সময়  তা নিয়ে মার্টিনেজ কোনো বিস্ময় প্রকাশ করেননি। বরং জানতে চেয়েছেন-বাজপাখির আসল মানে কি? যখন জানতে পারেন যে বাজপাখি কি তখন তিনি খুশি হন।

তখন মার্টিনেজ বলেন, তার যেতা গোল্ডেন গ্লাভস এর পাশেই বাজ পাখিটির ট্রফি রাখা হবে।

প্রসঙ্গত, সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে  আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ  ঢাকায় এসে পৌঁছান। সেখান থেকে কড়া নিরাপত্তায় তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়।

ঢাকায় ১১ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন মার্টিনেজ। প্রধানমন্ত্রী সোমবার দুপুর ২টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্টিনেজের সঙ্গে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সটের কার্যালয়ে যান মার্টিনেজ। ফান্ডেডনেক্সট ডিজিটাল বিজনেস গ্রুপ নেক্সট ভেঞ্চারের একটি প্রতিষ্ঠান। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মূলত বাংলাদেশে মার্টিনেজের আগমনের স্পন্সর। ফান্ডেডনেক্সটের কার্যালয়ে তাদের কর্মকর্তাদের সঙ্গে কয়েক ঘণ্টা সময় কাটাবেন মার্টিনেজ। 

Link copied!