এশিয়া কাপের পর আসবে নিউজিল্যান্ড

পদ্মা সেতুতে উঠবে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১, ২০২৩, ০৩:১৫ পিএম

পদ্মা সেতুতে উঠবে বিশ্বকাপ ট্রফি

আগামী ৭ আগস্ট আইসিসি বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসবে। পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হবে। আর সেখানে ফটোসেশনও হবে। আজ  নিজামউদ্দিন চৌধুরি (বিসিবি সিইও) নিশ্চিত করেছেন এই তথ্য। এছাড়া এশিয়া কাপের পর নিউজিল্যান্ড ঢাকায় আসবে। 

বিশ্বকাপ ট্রফি ট্যুর
আপনারা জানেন, আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি পাঠানো হচ্ছে। এর আগেও আইসিসি এই ধরনের কার্যক্রম করেছে। এটি বিশ্বকাপের আগে আইসিসির একটি ক্যাম্পেইন। আগামী ৭ অগাস্ট ট্রফি আসবে বাংলাদেশে, ৯ তারিখে এটিকে নিয়ে যাওয়া হবে।
এখন যে পরিকল্পনা, অবশ্যই আমরা একটি পাবলিক প্লেসে সাধারণ জনগণের দেখার জন্য ব্যবস্থা রাখব। এর বাইরে আমাদের বোর্ড ও ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, তারা যদি আগ্রহী হয়, তাদেরকে দেখা ব্যবস্থা করা হবে। একই সঙ্গে মিডিয়াও।

বিশেষ কোনো স্থাপনার সামনে
এটা আইসিসিরই একটা চাহিদা যে, যেই দেশে ট্রফি যায়, সেই দেশের আইকনিক লোকেশনে একটা ফটোসেশন করা। এর আগে আমাদের জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল। এবার যেহেতু আপনারা জানেন, পদ্মা সেতু আমাদের দেশের একটা গর্ব, একটা আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির একটা ফটো সেশনের ব্যবস্থা করা।

জনসাধারণের জন্য কি একটা জায়গায়ই
আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা রয়েছে একটি শপিং মলে এটি রাখার জন্য। এর আগেও এমন করা হয়েছিল। তো এটাকে আমরা চেষ্টা করব যেন সর্বোচ্চ সময় সাধারণ মানুষ দেখতে পারে। সেক্ষেত্রে আমরা সম্ভবত ৮ বা ৯ তারিখের যে কোনো একটা সময়ে (শপিং মলে প্রদর্শনীর জন্য) দিয়ে দেব।

কোন শপিং মল
আমরা এরই মধ্যে দুটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সম্ভবত বসুন্ধরা শপিং মলেই আমাদের পরিকল্পনা রয়েছে। এটা উনাদের সাপ্তাহিক একটা বন্ধের দিন আছে। হয়তো ওভাবে মানিয়ে নিয়েই আমাদের রাখতে হবে।

ক্রিকেট বোর্ডে আনা হবে কি না
অবশ্যই ক্রিকেট বোর্ডে আনা হবে। খেলোয়াড় ও আপনাদের জন্য দেখার ব্যবস্থা করা হবে। আমাদের সংশ্লিষ্ট যারা আছে, আমাদের জাতীয় দলের সঙ্গে পরিকল্পনা আছে ফটো সেশনের।

সামনে থেকে ট্রফি দেখা নতুন ক্রিকেটারদের স্বপ্ন দেখতে উৎসাহিত করবে কি না
অবশ্যই। আমাদের যারা এখন জাতীয় দলে আছে বা থাকবেন, তারা সবাই কিন্তু এর আগেও আমাদের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমার মনে হয়, আগেও তাদের এই অভিজ্ঞতা হয়েছে। তবু এই বছর যারা প্রথম (বিশ্বকাপে) অংশ নেবে, তাদের জন্য একটা বাড়তি কিছু আগ্রহ থাকবেই।

এশিয়া কাপের পর নিউ জিল্যান্ড সিরিজ
আমরা মোটামুটি ফাইনাল করে ফেলেছি। আমরা আগেও আপনাদের বলেছিলাম, এটা দুই বোর্ডের মধ্যে সিদ্ধান্ত হয়ে আছে। হয়তো খুব শীঘ্রই আমরা এটা জানিয়ে দেব।

খেলা ঢাকায় না বাইরে
এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা ঢাকায়ই। 

নবরাত্রির কারণে বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের আলোচনা। বাংলাদেশের সূচিতে কোনো প্রভাব
এটা তো বিশ্বকাপের সূচি, তো আইসিসির ব্যাপার। আইসিসি ও স্বাগতিক দেশ মিলে ঠিক করবে। আমরাও দেখেছি এরকম আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Link copied!