চার নতুন মুখকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার (১ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এই দল ঘোষণা করে।
স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার হলেন- জয়লর্ড গুম্বি, তাকুজওয়ানাশে কাইতানো, টানাকা শিভাঙ্গা ও ডিয়ন মায়ের্স।
শন উইলিয়ামসকে অধিনায়ক করে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এর আগেই বাংলাদেশ ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। শুরুতে না থাকলেও পরে এই দলে যুক্ত হন মাহমুদউল্লাহ রিয়াদ।
৭ জুলাই থেকে হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট। এর আগে টাইগাররা প্রস্তুতি ম্যাচ খেলবে, দুইদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ৩ জুলাই।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড:
রেজিস চাকাবভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, টানাকা শিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গে, কায়া রয়, তাকুজওয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো ও শন উইলিয়ামস (অধিনায়ক)।