যেখানে পেনাল্টিতে গোল দিয়ে আনন্দ উল্লাস করার কথা, সেখানে পা খুঁড়িয়ে মাঠ ছাড়তে হলো পাওলো দিবালাকে। রোববার সেরি আ-তে ঘরের মাঠে লেচ্চের বিপক্ষে এএস রোমার ২-১ গোলের জয়ের ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেই এই চোটে পড়েন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। রোমা কোচ মরিনিয়োর শঙ্কা, এ বছর আর দিবালাকে মাঠে পাওয়ার সম্ভাবনা কম।
এই শঙ্কাটা সত্যি হলে রোমার পাশাপাশি আর্জেন্টিনার জন্যও দুঃসংবাদ অপেক্ষা করছে। চোট গুরুতর হলে আসছে বিশ্বকাপে এই ফরোয়ার্ডকে পাবে না আর্জেন্টিনা।
বছরের বাকি সময়টায় দিবালার মাঠে ফেরার সম্ভাবনা কমই দেখছেন বলে রোমার কোচ জোসে মরিনিয়ো জানান, ‘আমি বলব, খারাপ, খুব খারাপও বলব না, আসলে এটা খুব খারাপের চেয়েও বেশি বাজে অবস্থা। আমি চিকিৎসক নই। তবে আমার অভিজ্ঞতা যা বলে ও পাওলোর সঙ্গে কথা বলে যা বুঝলাম, খুব কঠিন হবে।’
পেনাল্টি থেকে গোল দেয়ার পরই চোট পেয়ে মাঠ ছেড়ে বাইরে যাওয়ার সময় ২৮ বছর বয়সী দিবালাকে দেখাচ্ছিল হতাশ ও বিধ্বস্ত। চোখের জলও যেন আটকে থাকতে চাচ্ছিল না আর।