নামটা ফরচুন বরিশাল, তবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএল ২০২২ এর ফাইনালের ফলাফল বলছে আনফরচুন বরিশাল! মাত্র ১ রানের আক্ষেপে শিরোপা যে হাতছাড়া হয়ে গেল সাকিব বাহিনীর। এই জয়ে তৃতীয়বারের মত বিপিএল শিরোপা নিজেদের করে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে ২০১৫ সালে এবং ২০১৯ সালে দলটি শিরোপা জিতেছিলো।
ট্রফি হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস
টার্গেটে খেলতে নেমে শুরুটা দারুণ ছিলো বরিশালের। দলীয় ৫ রানের মাথায় প্রথম উইকেট হারালেও মোহাম্মদ সৈকত আলী ও ক্রিস গেইলের জুটি ৯.৪ ওভারে দলকে নিয়ে যায় ৭৯ রানে। ১১ চার ও ১ ছক্কা হাকানো সৈকত ২৬ বলে অর্ধশতক পূরণ করেন। ৩৪ বলে ৫৮ রান করে আউট হন সৈকত। যেখান থেকে জয়টা অনেকটা হাতের নাগালেই মনে হচ্ছিল।
সৈকত আলী
তবে সৈকত আলীর উইকেট পতনের পরই শুরু হয় আসা যাওয়ার পালা। একে একে গেইল, সাকিব ও নুরুল হাসান, ডোয়াইন ব্রাভো, নাজমুল হোসাইন শান্তরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ৩১ বলে ৩৩ করে আউট হন ক্রিস গেইল। ৭ বলে ৭ রান করে আউট হন সাকিব আল হাসান, নুরুল হাসান করেছেন ১৩ বলে ১৪ রান। উত্তেজনায় ভরা ম্যাচের শেষ মুহূর্তে দরকার ছিলো ২ বলে ৫ রান। শেষ বলে দরকারী ৩ রান করতে ব্যর্থ হয় ফরচুন বরিশাল। বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন সুনীল নারিন ও তানভির ইসলাম।
এর আগে টসে জিতে ফরচুন বরিশালের বিপক্ষে শুরুতে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ব্যাট হাতে ফাইনালেও দূদার্ন্ত ব্যাটিং করেন সুনীল নারিন। মাত্র ২৩ বলে ৫৭ রান করেন নারিন। মেহেদী হাসান রানার বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হন সেমিফাইনালের ম্যাচে মাত্র ১৩ বলে বিপিএলের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডগড়া নারিন। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেন নেন মুজিবুর রহমান। ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ডোয়েইন ব্রাভো এবং মেহেদি হাসান রানা ১টি করে উইকেট পান। সুনীল নারিন ম্যান অব দ্য ম্যাচ এবং সাকিব আল হাসান ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। রানারসআপ দলকে ৫০ লাখ টাকা এবং বিজয়ী দলকে ১ কোটি টাকার চেক তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন এমপি।
আরও পড়তে পারেন-