অবসরে চলে গেলেন ইতালির কিংবদন্তি গোলকিপার

বুফনকে মনে রাখবে ফুটবল

স্পোর্টস ডেস্ক

আগস্ট ২, ২০২৩, ০৯:৩০ পিএম

বুফনকে মনে রাখবে ফুটবল

ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ২০০৬ সালে। জিয়ানলুইজি বুফন ছিলেন ইতালির সুপারম্যান গোলকিপার। সেই তিনি গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। 

দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বুফন। ১৯৯৫ সালে পার্মার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন বুফন। 

ক্লাব ক্যারিয়ারে জুভেন্টাসের হয়ে সবচেয়ে বেশি সফল বুফন। তুরিনের ওল্ড লেডিদের হয়ে দুই মেয়াদে খেলেছেন ৬৮৫ ম্যাচ। যা ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ছোট বড় মিলিয়ে জিতেছেন অসংখ্য শিরোপা। ইতালিয়ান সিরিএ’তে সবচেয়ে বেশি ৬৪৮ ম্যাচ খেলার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন তিনি। জাতীয় দলের হয়েও বেশ সফল তিনি। ইতালির জার্সিতে জিতেছেন ২০০৬ বিশ্বকাপ।

Link copied!