সিরাত জাহান স্বপ্নার অবসর ঘোষনা এবং জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানীর দায়িত্ব ছাড়ায় গত তিনদিন ধরেই উত্তাল ফুটবল পাড়া। আর কেনো এসব হচ্ছে। ধীরে ধীরে অসন্তোষের কারণ জানা যাচ্ছে। মে মাস শেষ হতে চললেও এপ্রিলের বেতন এখনো পাননি ফুটবলাররা। মেয়ে ফুটবলারদের বেতনের অংকটাও সামান্য। অধিনায়ক সাবিনা পান সর্বোচ্চ ২০ হাজার টাকা। বাকিদের অধিকাংশ ফুটবলার পাচ্ছেন আগের মতোই ১০ হাজার টাকা করে। যদিও সাফ জয়ের পর এই সম্মানী বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুটবল ফেডারেশনের কর্তারা। সাফে শিরোপা জেতার মতো এমন সাফল্যের পর মাত্র দশ-পনের হাজার টাকা বেতনে তাদের অনেকেরই অসম্মতি।
বেতন স্বল্পতা নিয়ে ক্ষোভ তো রয়েছেই, এর চেয়েও বড় ক্ষোভ খেলতে না পারার। সূত্রে জানা গেছে, মিয়ানমারে সাবিনাদের অলিম্পিক বাছাই সফর বাতিল করেছে বাফুফে। প্রীতি ম্যাচও বাতিল হয়েছে। অনেকের দেশের বাইরে খেলার প্রস্তাব ছিল, যেতে দেওয়া হয়নি দেশে ফ্রাঞ্চাইজ লিগ হবে বলে। অথচ সেই ফ্রাঞ্চাইজি লিগ নিয়েও তৈরী হয়েছে অনিশ্চয়তা। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েও বাংলাদেশ আট মাস খেলার বাইরে।
এদিকে টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি সাম্প্রতিক সময়ে অনেক সমস্যার সৃষ্টি করছেন কোচ গোলাম রব্বানী ও মাহবুবুর রহমানদের কোচিংয়ে। মেয়েদের সামনেই নাকি অনেক সময় পল কোচদের সমালোচনা করেন। যা তাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পল ছুটি কাটিয়ে ১৪ মে’র পর দেশে আসলেও অনুশীলন করাচ্ছেন না। তবে তার হয়ে ট্রেনার ইভান রাজলভ খবরদারী করছেন বলে অভিযোগ রয়েছে। ইভানের আচার-আচরণে অসন্তোষ তৈরি হয়েছে দেশি কোচিং স্টাফে। পল শুধু নারী দলের কোচিংয়ে নয়, জাতীয় দলের কোচ নিয়োগের ক্ষেত্রেও ভুমিকা রাখেন।