ঘরের মাঠের সুবিধা নিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে উপমহাদেশের দল ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।
শনিবার বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ভারত কঠিন প্রতিপক্ষ এবং তাদের ক্রিকেট সংস্কৃতি অনেক বেশি সমৃদ্ধ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা অনেক উন্নতি করেছি। আমরা তাদের সাথে সমানতালে লড়াই করবো।’
তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, অবশ্যই আমাদের একমাত্র লক্ষ্য জয়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যেকোন কিছু হতে পারে।’
দেশের ক্রিকেটের হোমগ্রাউন্ড হিসেবে বিবেচিত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মত আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।