প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ-ভারত নারী দলের মধ্যকার তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। যে কারণে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনালে রুপ নিয়েছে। শেষ ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বাদ নিতে মরিয়া দুই দলই।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজ নির্ধারনী শেষ ওয়ানডে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেজে খেলাটি ইউটিউবে দেখা যাবে।
জয় দিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। পেসার মারুফা আকতার ও স্পিনার রাবেয়া খানের দুর্দান্ত বোলিং নৈপুন্যে বৃষ্টি আইনে ৪০ রানে জয় পায় স্বাগতিকরা। পরের ম্যাচে হেরে যায় তারা।
কোচের সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা লেগ-স্পিনার ফাহিমা খাতুনের চোখ শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ে।
ফাহিমা বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল, সেগুলো নিয়ে এই দু’দিন আলোচনা করেছি আমরা। আমি বলবো, এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও আমরা চেষ্টা করেছি, কিন্তু দূর্ভাগ্যবশত হয়নি। কালকের ম্যাচ নিয়ে আমরা আশাবাদী। দল হিসেবে ভালো খেলে সিরিজ জিততে পারবো।’
তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি থেকে শুরু করে ওয়ানডেতেও খুব ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। আমি নিশ্চিত, আমাদের কাজকে কঠিন করে তুলবে তারা।’