মার্চ ১৭, ২০২১, ০৮:১৬ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোয় এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজটি আয়োজনের ব্যাপারে এখনো আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে, গত বছরের ২১ ও ২৩ শে মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যকার দু’টি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। এ জন্য বেশ কিছু তারকা ক্রিকেটার নিয়ে তালিকাও চূড়ান্ত করে বিসিবি। তারা ম্যাচ দু’টি খেলতে সম্মতও ছিলেন।
তবে গেল বছর কোভিড-১৯ এর প্রাদুর্ভাব গোটা বিশ্বকে থমকে দেয়ায় বিসিবি ম্যাচগুলো স্থগিত করতে বাধ্য হয়। যেহেতু এখনো বিশ্বসহ বাংলাদেশের অবস্থাও সহনীয় পর্যায়ে আসেনি তাই বিসিবি ম্যাচ দুটি আয়োজনের কোনও উদ্যোগ নেয়নি।
কয়েক মাস যাবত সংক্রমণ কিছুটা কমলেও সম্প্রতি তা আবার বেড়েছে। তবে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন হাল ছাড়ছেন না। তিনি বলেন, জন্মশতবার্ষিকীর উদযাপন চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোয় এবং সংক্রমণ কমে যাওয়ার সাথে সাথে ঐ দু’টি ম্যাচ আয়োজন করতে প্রস্তুত বিসিবি।
বুধবার (১৭ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতির পিতার ১০১তম জন্মদিনে দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বিসিবি সভাপতি এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী’ আয়োজন ডিসেম্বর পর্যন্ত বাড়ানোয় ম্যাচ আয়োজন সম্ভব বলে আমরা মনে করি।’
পাপন বলেন, ‘তবে আমাদের এটিও মনে রাখতে হবে, কোভিড-১৯ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রনে নেই। অতএব, যাই হোক না কেন, আমাদের সে দিকে নজর রাখতে হবে। তবে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ম্যাচগুলা আয়োজন করতে চাই।’