গিনেসবুকে সিআরসেভেন

মেসিকে টপকে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৫, ২০২৩, ০৬:১৬ পিএম

মেসিকে টপকে গেলেন রোনালদো

বিশ্ব বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় তালিকায় ২০১৭ সালের পর প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৩ সালে আয়ের দিক থেকে সর্বোচ্চ অর্থ উপার্জন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন সিআরসেভেন। 

২০২৩ সালের ১ মে পর্যন্ত গত এক বছরের হিসেব অনুযায়ী রোনালদোর আয় ছিল ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে লিওনেল মেসিকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন রোনালদো। ২০২২ সালে সবচেয়ে বেশি আয়ের খেলোয়াড় হিসেবে মেসির আয় ছিল ১৩০ মিলিয়ন ডলার। 

রোনালদোর রেকর্ড ভঙ্গকারী আয়ের মধ্যে ৪৬ মিলিয়ন ডলার ছিল মাঠের আয়, সাথে আরও ৯০ মিলিয়ন ডলার ছিল মাঠের বাইরের আয়। 

আর এটি ছিল রোনালদোর সব মিলিয়ে তৃতীয়বারের মতো সর্বোচ্চ উপার্জনকারীর তালিকায় শীর্ষে ওঠার ঘটনা, যা এখন তাকে এনে দিয়েছে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসের স্বীকৃতি।
 

Link copied!