জানুয়ারি ১৮, ২০২৩, ১২:০৯ পিএম
বাংলাদেশে আর্জেন্টিনার আগমন উপলক্ষে ডাকা পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর কয়েক ঘণ্টা আগে বাফুফে বিবৃতি দিয়ে স্থগিতের বিষয়টি জানায়। বিবৃতিতে বলা হয়, ‘আজ ১৮ জানুয়ারি বুধবার দুপুর ২টা ২০ মিনিটে বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
মেসিদের বাংলাদেশে আনতে দীর্ঘদিন ধরেই চলছিল আলোচনা। কাতার বিশ্বকাপকে ঘিরে এদেশের মানুষের আর্জেন্টিনার জন্য সমর্থন ও ভালোবাসা নজর কেড়েছিল তাদের। অবশেষে মঙ্গলবার বাফুফে জানায়, জুনের ফিফা উইন্ডোতে ঢাকার মাঠ মাতাতে আসবেন মেসিবাহিনী।
তবে তার আগে বাংলাদেশে এসে সব সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে যাবে দেশটির ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। এজন্য বেশ কিছু শর্তও দিয়ে রেখেছে তারা।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) জানিয়েছে, বিশ্বকাপে খেলা মূল স্কোয়াডের সঙ্গে ৮৬ সদস্যের দল নিয়ে তারা বাংলাদেশে আসবে। পুরো দলের জন্য ব্যবস্থা করতে হবে চার্টার্ড ফ্লাইটের অথবা বিজনেস ক্লাস টিকেট।
এছাড়া বাংলাদেশে এসে আর্জেন্টিনা দল কোন্ প্রতিপক্ষের বিপক্ষে খেলবে সেটা তারা নির্ধারণ করে দেবে। জানা গেছে, এশিয়ার তিন চারটা দলের নাম তারা বাফুফেকে জানাবে। সেখান থেকে বাফুফে কথা বলে একটি দলকে ঠিক করবে।
মেসিরা বাংলাদেশে আসার আগে আর্জেন্টিনা থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আসবে ঢাকায়। সেখানে তারা ৫ তারকা হোটেলে শুধু টিম থাকার নিশ্চয়তা। পর্যাপ্ত নিরাপত্তাসহ অনুশীলন করার নিশ্চয়তা। ফিফা কোয়ালিটি প্রাকটিস ও ম্যাচ ভেন্যুর নিশ্চয়তা পর্যবেক্ষণ করবে
এর আগে ২০১১ সালে বাংলাদেশে মেসিদের আনতে খরচ হয়েছিল প্রায় ৪০ কোটি টাকা। বর্তমানে আর্জেন্টিনা দল ও মেসিদের ব্রান্ড ভ্যালু বেড়েছে বহুগুণ। মাত্রই তারা জিতেছে বিশ্বকাপ। এবার তাদের আনতে প্রয়োজন প্রায় ১০০ কোটি টাকা। আর্জেন্টিনার আসা শতভাগ নিশ্চিত হলে তারপরই ঠিক করা হবে তাদের প্রতিপক্ষ। ১২ জুন থেকে ২০ জুনের মধ্যে হতে পারে ম্যাচটি।