গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস কেয়ার্নস। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে ৫১ বছর বয়সী এই অলরাউন্ডারের অসুস্থতার বিষয়টি উঠে আসে। হার্টের সমস্যায় কেয়ার্নস গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে ক্যানবেরায় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এর পর থেকে তার বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে; নিউজিল্যান্ড হেরাল্ডসহ কয়েকটি সংবাদমাধ্যমের খবর কোনো চিকিৎসাতেই তেমন সাড়া দিচ্ছে না তার শরীর।
৫১ বছর বয়সী কেয়ার্নস অসুস্থ হওয়ার পর বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হলেও তার অবস্থার উন্নতি হয়নি। নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট ও ২১৫ ওয়ানডে খেলেন কেয়ার্নস।
২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ এক সেঞ্চুরি করে জিতিয়েছিলেন নিউজিল্যান্ডকে। তিনি এখন পুরো লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছে ‘নিউজহাব’। তাকে সিডনির বিশেষজ্ঞ হাসপাতালে পাঠানো হবে। টেস্টে নিউজিল্যান্ডের হয়ে ৩৩ গড়ে ৩৩২০ রান করেছেন কেয়ার্নস। উইকেট নিয়েছেন ২১৮টি। সেঞ্চুরি করেছেন ৫টি ও ২২ ফিফটি। ওয়ানডেতে বেশি কার্যকর ছিলেন সাবেক এ অলরাউন্ডার। ২০১ উইকেট নিয়েছেন এ সংস্করণে। ২০০০ সালে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হয়েছিলেন কেয়ার্নস। স্ত্রী মেল ও সন্তানদের নিয়ে গত কয়েক বছর ক্যানবেরায় বসবাস করছিলেন তিনি। অনলাইনে খেলাধুলার প্রতিষ্ঠান ‘স্মার্ট স্পোর্টৎজ’-এর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছিলেন তিনি।