সালাউদ্দিনের ওপর চটে গেলেন পাপন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৩, ০৪:২৫ পিএম

সালাউদ্দিনের ওপর চটে গেলেন পাপন

এক সংবাদ সম্মেলনে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। সেখানে ফুটবল ফেডারেশন সভাপতি কেন প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেননি শুনতে হয়। এই দূরত্ব কেন?

সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে খানিকটা খোঁচা দিয়ে বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ওই রকম না। আপনাদের বুঝতে হবে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ; স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি । আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।

বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের এই খোঁচার কড়া জবাব দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শেষে নাজমুল হাসান পাপন বললেন, মেয়েদের অলিম্পিকে যেতে না পারাটা লজ্জাজনক এবং দেশের বদনাম।

মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, 'যে যত কথাই বলুক, এসব নিয়ে আমি মন খারাপ করি না। তবে আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে মেয়েরা (অলিম্পিক বাছাই) যেতে পারল না! তাও মাত্র ২০ লাখ টাকার জন্য! এর চেয়ে দুঃখ, কষ্ট… মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন!

তিনি আরও বলেন, এই যে আপনাদের চ্যানেলগুলা (মিডিয়া) আছে না, তাদের কারও মালিকের কাছে বললেই তো দিয়ে দিত। আপনারা জানেন…বিশ্বাস করেন আমি কারও সাথে এটা বলিনি… আমাদের খেলোয়াড়েরাই তো দিত! বলত একবার। এটা কী!! এত গোপনে জিনিসটা করেছে… যে প্রসেসে করেছে… খুব দুঃখজনক।

Link copied!