রাজকোটে দক্ষিণ আফ্রিকাকে শুক্রবার ৮২ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে সমতায় ফিরল ভারত। দক্ষিণ আফ্রিকা প্রথম দুটি টোয়েন্টি জিতেছিল। ভারত দারুণ ভাবে ঘুরে দাঁড়াল। এখন ১৯ জুন বেঙ্গালুরুর পঞ্চম ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অঘোষিত ফাইনাল।
টসে জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। জবাবে ১৬.৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে অলআউট। ৫ ম্যাচের সিরিজ এখন ২-২ সমতায় চলে এসেছে।
ভারতের ইনিংসে হার্দিক পান্ডিয়া ৩১ বলে ৪৬ ও দিনেশ কার্তিক ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারকে সুবিধা করতে দেননি আভিষ খান। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস ডুসেনের (২০)।