জুলাই ২২, ২০২৩, ০৮:২৬ পিএম
ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে ১০৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখেন ফারজানা। যদিও এটি জয়ের জন্য যথেষ্ট ছিলো না। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষে হাল ছাড়েনি বাংলাদেশ। হার এড়াতে শেষ পর্যন্ত লড়াই করেছে তারা। শেষ পর্যন্ত ভারতকে ম্যাচটি টাই করতে বাধ্য করে এবং ট্রফি ভাগাভাগি করে নেয় বাংলাদেশ। এই ট্রফি ভাগাভাগিও বাংলাদেশের জন্য জয়ের সমান।
ফারজানা বলেন, ‘টুর্নামেন্টের শুরুতেই আমি বুঝতে পেরেছি ভাল ছন্দে আছি ্আমি এবং আমার শুরুটাও ভাল হয়েছে। আমার সব সতীর্থরা সবসময় বলে আসছে কেউ যদি সেঞ্চুরি করে, তাহলে সেটা হবে পিঙ্কি। এটা সঠিক প্রমাণ করতে পেরে আমি খুশি।’
তিনি আরও বলেন, ‘ লম্বা ব্যাটিংয়ের পরিকল্পনা আমার ছিল এবং সেটা করতে পারলে ২৩০ রান করা সম্ভব। আমার সেঞ্চুরি কোন বিষয় না, দলের রান পাওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল। আমি শুধু বল বাই বল খেলেছি। ব্যাটিং করাটা আমি বেশ উপভোগ করি। দুর্দান্ত একটা সুযোগ ছিল এবং সেটা কাজে লাগাতে পেরে আমি খুশি। আমার বন্ধুরা এবং পরিবার সবসময় আমাকে সমর্থন করেছে এবং এজন্যই আমি এমন ব্যাটিং করতে পেরেছি। শুধু আমি নই, দলে অনেক ভালো ব্যাটার আছে যারা আমার থেকে ভালো করতে পারে।’