হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ!

মুজাহিদ মসি, হবিগঞ্জ

মার্চ ১৭, ২০২৫, ০১:২৫ পিএম

হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ!

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

লাল সবুজের জার্সিতে খেলতে দেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী।

সোমবার, ১৭ মার্চ সকাল থেকেই সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা’—এমন সব স্লোগানে মুখর ছিলেন ফুটবলপ্রেমীরা। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে পৌঁছেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী।

হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য রয়েছেন। গতকাল চার সদস্যের সঙ্গে আজ যোগ দিয়েছেন আরও তিন সদস্য। ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেন বাফুফে কর্তারা। তাদের সাথে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী। হামজা আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারের আসাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি। স্মরণীয় এ সফরে তার সঙ্গী মা, স্ত্রী ও সন্তানেরা।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলে সরাসরি সিলেটের বিমানে ওঠেন হামজা। বাংলাদেশ সময় রাত দু’টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা। দীর্ঘ ভ্রমণ শেষে আজ বেলা সাড়ে ১১টার দিকে সিলেট পৌঁছান তিনি। সেখান থেকে রওনা দেন নিজ গ্রামের উদ্দেশেহবিগঞ্জের স্নানঘাটে।

হামজা চৌধুরীর আগন উপলক্ষে হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। নেয়া হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। ১৭ মার্চ বিকেলে গ্রামবাসীর পক্ষ থেকে দেয়া হবে সংবর্ধনা।

Link copied!