ডিসেম্বর ৬, ২০২৩, ০৯:১৯ এএম
শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামের স্পিনবান্ধব পিচে বাংলাদেশের ব্যাটিংটা ভাল হয়নি। দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে আজ। বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে। ১৭২ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
নিউজিল্যান্ডের তিন স্পিনার ৮টি উইকেট নিয়েছেন। ১টি উইকেট টিম সাউদির আর মুশফিক ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন।
সিলেটে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ ১৫০ রানে জিতে ২ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে। এই ম্যাচটিও জেতার লক্ষ্য নিয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বেশি রান সেই মুশফিকুর রহিমের (৩৫)। যিনি বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অবস্ট্র্যাকটিং দ্য ফিল্ড আউট হন।
নিউজিল্যান্ডের মিচেল সান্টনার ও গ্লেন ফিলিপস সমান ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি উইকেট আরেক স্পিনার আইজাজ প্যাটেলের।
বাংলাদেশ ব্যাটিংয়ে ইতিবাচক শুরু করে। ২৯ রানে গিয়ে ছন্দপতন হয়েছে। জাকির (৮) ও মাহমুদুল হাসান জয় (১৪) সাজঘরে ফেরেন।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন বড় নাম শান্ত ও মুমিনুল। দুজনই নামের প্রতি অবিচার করেছেন। শান্ত ৯ ও মুমিনুল ৫ রানে আউট হন।
মুশফিক ও শাহাদাত হোসেন ভাল জুটি গড়েন। স্বপ্ন ছিল এই জুটিতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। কিন্তু সেটা হয়নি। পঞ্চম উইকেটে ৫৭ রানের জুটি ছিল। মুশফিক ‘অবস্ট্র্যাকটিং দ্য ফিল্ড’ হয়ে সাজঘরে ফেরেন। জেমিসনের বল ডিফেন্স করেছিলেন। এরপর বাড়তি সতর্কতা দেখাতে গিয়ে বলকে হাত দিয়ে সরিয়ে দেন। আম্পায়ার আউট দেন পরে।
এরপর আর বড় কোনো জুটি আসেনি। মিরাজ ২০ ও শাহাদাত ৩১ রানে আউট হন।