প্যারিস অলিম্পিকে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাছাই পর্ব থেকেই বাদ পরেন বাংলাদেশের শ্যুটার রবিউল ইসলাম। শুধু বাদই নয় বরং প্রত্যাশার কাছাকাছি যেতে পারেননি তিনি। বাছাই পর্বে অংশ নেয়া ৪৯ জন প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়েছেন তিনি।
রোববার শাতুহু শুটিং সেন্টারে বাছাইপর্বে ৬২৪.২ স্কোর করেন রবিউল। বাছাইপর্বে শীর্ষে থাকা চীনের লিহাও শেংয়ের স্কোর ৬৩১.৭। তার সমান স্কোর করে দ্বিতীয় হন আর্জেন্টিনার মার্সেলো হুলিয়ান গুতিরেজ।
বাছাইপর্বের সেরা আটজন শুটার লড়বেন পদক জয়ের লড়াইয়ে। ফাইনাল খেলার স্বপ্নে নিয়ে প্যারিসে পাড়ি জমিয়েছিলেন রবিউল। তবে সেই স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হলেন বাংলাদেশের এই শুটার।