বাংলাদেশ- নিউজিল্যান্ড টেস্ট

বলে লালা ব্যবহারের বিষয়ে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২৩, ০১:০৪ পিএম

বলে লালা ব্যবহারের বিষয়ে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিলেট টেস্টে বলে লালা লাগিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্লেন ফিলিপস। মাঠে বিষয়টি কারও নজরে না এলেও পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এ বিষয়ে অভিযোগ করেছে বাংলাদেশ। 

দিনশেষে দলের হয়ে আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে এসেছিলেন মুমিনুল। সেখানে তার কাছে গ্লেন ফিলিপসের বলে লালা লাগানো ইস্যু নিয়ে জানতে চাওয়া হয়। বিষয়টি অনেক বড় ইস্যু বলেই মন্তব্য করেন সাবেক এই টাইগার অধিনায়ক।যদিও আজকের দ্বিতীয় সেশনে মাঠে ঘটে যাওয়া ফিলিপসের সেই লালা ব্যবহার নিয়ে মুমিনুল প্রথমে বলেন, ‘আমি দেখিনি।’ এমন সময় পাশ থেকে ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেন যে— তারা বিষয়টি দেখেছেন। এমনকি চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের কাছে অভিযোগও জানানোর কথা বলেন তিনি। পরক্ষণেই মুমিনুল উত্তর দেন, ‘এটা বড় কোনো ইস্যু না।’ পরে সংবাদ সম্মেলনে থাকা কয়েকজন সাংবাদিক জানালেন, এটা প্রমাণিত হলে এবং আম্পায়ার চাইলে ৫ রান জরিমানা করতে পারেন। তাতে বাংলাদেশ বাড়তি ৫ রান পাবে। এমন কথা শোনার পর মুমিনুল বললেন, ‘তাহলে এটা বড় ইস্যু ভাই।’

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারীর কারণে বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। একপর্যায়ে সেই নিয়মেই স্থির থাকে ক্রিকেট দুনিয়া। বলে তাই আগের মত লালা ব্যবহারের সুযোগ এখন আর নেই।

তবে চলমান সিলেট টেস্টে সেই ‍‍`নিষিদ্ধ‍‍` কাজটিই করে বসেন গ্লেন ফিলিপস। সিলেটে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল বাংলাদেশ। টাইগারদের ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বলটা করার পরে বলে দুইবার লালা ব্যবহার করতে দেখা যায় ফিলিপসকে। ওভারের দ্বিতীয় বল ছোঁড়ার আগে বলে লালা মাখিয়ে নেন তিনি।

আইসিসি আইনের ৪১.৩ ধারা অনুযায়ী, বলে লালার ব্যবহার একেবারেই নিষিদ্ধ। বিষয়টি বল টেম্পারিংয়ের মতো নিষিদ্ধ। সেক্ষেত্রে মাঠে থাকা আম্পায়াররা অভিযুক্ত ক্রিকেটার এবং দলের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও রাখেন। চাইলে বোলিং দলকে ৫ রান জরিমানা করতে পারেন আম্পায়ার। অথবা লালায় মাখানো বল পরিবর্তনও করা যেতে পারে। কিন্তু সিলেট টেস্টে এমন কিছুই দেখা যায়নি।

 

Link copied!