ছবি: ক্রিকইনফো
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে টাইগাররা। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বাংলাদেশের কাছে এই ম্যাচ মানরক্ষার। এই ম্যাচের ওপরই নির্ভর করছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের খেলার আশা।
এদিকে সাকিবের ইনজুরির কারণে তড়িঘড়ি দলে অন্তর্ভুক্ত করে দেশ থেকে উড়িয়ে নেয়া হলেও ম্যাচের একাদশে সুযোগ পাননি এনামুল হক বিজয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ আজ নামছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। চোটের কারণে অধিনায়ক সাকিব দেশে ফিরেছেন, তাই তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া তানজিম হাসান সাকিবের জায়গায় এসেছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া আগের ম্যাচ খেলা শরীফুল ইসলামের পরিবর্তে আছেন নাসুম আহমেদ।
এদিকে পুনেতে আজ খেলছেন না গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে মিচেল স্টার্ককেও। আফগানিস্তানের বিপক্ষে ভার্টিগো সমস্যার কারণে না খেলা স্টিভ স্মিথের সঙ্গে ফিরেছেন শন অ্যাবট।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিস, মার্কাস স্টোইনিস, শন অ্যাবোট, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।